উপকূলের সমান্তরালে উত্তরের দিকে ‘Ditwah’ ঘূর্ণিঝড়ের অগ্রগতি- ধেয়ে আসছে ভারতের দিকে

আজ দুপুর ও সন্ধ্যায় উপকূলের ৭০ কিমি ও ৩০ কিমির মধ্যে আসবে ঘূর্ণিঝড়।

author-image
Aniket
New Update
G6-L8cjbkAQ8hdD

নিজস্ব সংবাদদাতা: ভারতীয় আবহাওয়া অধিদফতর (IMD) জানিয়েছে, ঘূর্ণিঝড় Ditwah আগামী ২৪ ঘণ্টায় উত্তরমুখী পথে তামিলনাডু–পুদুচেরি উপকূলের সমান্তরালে অগ্রসর হবে। ঘূর্ণিঝড়টি উত্তরদিকে অগ্রসর হওয়ার সময় আজ ৩০ নভেম্বর দুপুরে উপকূল থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে এবং সন্ধ্যার মধ্যে প্রায় ৩০ কিলোমিটার দূরত্বে অবস্থান করবে।

IMD জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের উপর ঘূর্ণিঝড়টি সক্রিয় রয়েছে এবং এর গতিপথ নজরে রেখে উপকূলবর্তী এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। উপকূলীয় জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।