ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, ঘূর্ণাবর্তের দিক নির্ণয় করলো আইএমডি

আর তার জন্যে প্রস্তুতি সারছে বঙ্গ সহ আশপাশের রাজ্য গুলি। 

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
cloudw1.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: ফের বঙ্গোপসাগরের ওপর তৈরি হয়েছে গভীর নিম্নচাপ। ধেয়ে আসছে নতুন এক ঘূর্ণিঝড়। আর তার জন্যে প্রস্তুতি সারছে বঙ্গ সহ আশপাশের রাজ্য গুলি। 

cyclone (1)

এদিন এই প্রসঙ্গে আইএমডি অমরাবতীর বিজ্ঞানী সাগিলি করুণাসাগর বলেন, “গতকাল দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে একটি গভীর নিম্নচাপ তৈরি হয়েছে। গত ছয় ঘন্টায়, এটি ঘন্টায় ১০ কিলোমিটার বেগে অগ্রসর হয়েছে। আগামী ছয় ঘণ্টায় এটি আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে এবং এটি একটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে”। 

“বর্তমানে এটি শ্রীলঙ্কার উপকূল অতিক্রম করছে এবং আগামী দুই দিনের মধ্যে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে। তামিলনাড়ু উপকূলে প্রতিকূল আবহাওয়া তামিলনাড়ু রাজ্যের উপর প্রভাব ফেলবে। আমরা অন্ধ্রপ্রদেশের তিরুপতি এবং শ্রী পট্টি শ্রীরামুলু জেলাতেও বৃষ্টিপাতের আশা করতে পারি। আগামী তিন থেকে চার দিন প্রতিকূল আবহাওয়া চলবে। জনসাধারণকে সতর্কতা অবলম্বন করার পরামর্শ”।

cyclonew1.jpg