CRPF-এর ঝুলিতে এবার জুড়লো সর্বোচ্চ পদক, পদকের সংখ্যা কত জানেন?

যা সমস্ত কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর মধ্যে সর্বোচ্চ।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
crpf parade

File Picture

নিজস্ব সংবাদদাতা: ৭৯তম স্বাধীনতা দিবস উদযাপনের প্রাককালে সম্মানিত হলেন সিআরপিএফ-এর জওয়ানরা। ২৩টি বীরত্ব পদক পেয়েছে সিআরপিএফ। যা সমস্ত কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর মধ্যে সর্বোচ্চ। এই মর্যাদাপূর্ণ স্বীকৃতির মধ্যে রয়েছে তিনটি শৌর্য চক্র এবং ২০টি বীরত্ব পদক, যা সিআরপিএফের সামগ্রিক সংখ্যা ২,৭৩১-এ উন্নীত করেছে। এই বীরত্ব পদকে জম্মু ও কাশ্মীরে অভিযানের জন্য ১৫টি পদক এবং বামপন্থী উন্নীত অঞ্চলগুলিতে মাওবাদী বিরোধী অভিযানে বীরত্বপূর্ণ কাজের জন্য আটটি পদক অন্তর্ভুক্ত রয়েছে বলে সিআরপিএফের পক্ষ থেকে জানানো হয়েছে।

CRPF-gets-40k.jpg