কেরালার পর পশ্চিমবঙ্গেও বাড়ছে সংক্রমণ, করোনার নতুন টেউ নিয়ে কতটা প্রস্তুত কেন্দ্র

পশ্চিমবঙ্গেও দ্রুতি গতিতে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা।

author-image
Tamalika Chakraborty
New Update
corona virus

নিজস্ব সংবাদদাতা: দেশজুড়ে ফের ধীরে ধীরে বাড়ছে করোনা সংক্রমণ।  কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের  তথ্য অনুযায়ী, ভারতের মোট অ্যাকটিভ করোনা আক্রান্তের সংখ্যা ২,৭১০-এ পৌঁছেছে। এর মধ্যে কেরালার অবস্থা সবচেয়ে উদ্বেগজনক।

কেরালায় বর্তমানে সক্রিয় করোনা আক্রান্ত ১,১৪৭ জন, যার মধ্যে মে ২৯ তারিখেই নতুন করে ২২৭ জন আক্রান্ত হয়েছেন। মহারাষ্ট্রে সক্রিয় রোগীর সংখ্যা ৪২৪, দিল্লিতে ২৯৪, গুজরাটে ২২৩, তামিলনাড়ু ও কর্নাটকে ১৪৮ করে এবং পশ্চিমবঙ্গে ১১৬ জন।

Coronavirus-Shutterstock-CMS

এই বাড়বাড়ন্তের প্রেক্ষিতে কেন্দ্র সরকার সমস্ত রাজ্যকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও আয়ুষ মন্ত্রী প্রতাপরাও জাধব জানিয়েছেন, “আমাদের স্বাস্থ্য বিভাগ এবং আয়ুষ মন্ত্রক সম্পূর্ণভাবে সতর্ক এবং পরিস্থিতির উপর কড়া নজর রাখছে। সমস্ত রাজ্যের স্বাস্থ্য ও আয়ুষ সচিবদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।”

তবে চিকিৎসকদের মতে আতঙ্কের কোনও কারণ নেই। নতুন ভাইরাস স্ট্রেনগুলি অতটা প্রাণঘাতী নয়, এবং বেশিরভাগ ক্ষেত্রেই রোগীরা হালকা উপসর্গে আক্রান্ত হচ্ছেন।