“জেলে বসেই মৃত্যু পরোয়ানা!”— বিহারের ব্যবসায়ী খুনে জড়িত গ্যাংস্টার? তদন্তে বিস্ফোরক তথ্য

জেলে বসেই ব্যবসায়ীকে খুনের পরিকল্পনা করেছিল সুপারি কিলার।

author-image
Tamalika Chakraborty
New Update
bihar businessman

নিজস্ব সংবাদদাতা: বিহারে চাঞ্চল্যকর খুন! ম্যাগধ হাসপাতালের কর্ণধার গোপাল খেমকার হত্যায় জড়িত থাকতে পারে কুখ্যাত গ্যাংস্টার অজয় বর্মা, তদন্তে নেমেছে পুলিশ

বিহারের রাজধানী পাটনায় শুক্রবার রাতে গুলিবিদ্ধ হয়ে খুন হন রাজ্যের অন্যতম বড় ব্যবসায়ী গোপাল খেমকা। তিনি রাজ্যের প্রাচীনতম বেসরকারি হাসপাতালগুলির অন্যতম, ম্যাগধ হাসপাতালের মালিক ছিলেন।

ঘটনার সময় তিনি নিজের গাড়ি থেকে নামছিলেন, সেই মুহূর্তে বাইক আরোহী দুষ্কৃতীরা খুব কাছ থেকে গুলি চালায়। ঘটনাটি ঘটে গান্ধী ময়দান এলাকার প্যানাশ হোটেলের কাছে, যেখানেই তাঁর আবাসিক ফ্ল্যাটও ছিল।

খুনের পরিপ্রেক্ষিতে গোপাল খেমকার ছোট ছেলে গৌরব খেমকা একটি এফআইআর দায়ের করেছেন, অজ্ঞাতপরিচয় একজনকে আসামি করে। তবে তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য—এই হত্যাকাণ্ডের পেছনে থাকতে পারে বিউর জেলে বন্দি কুখ্যাত গ্যাংস্টার অজয় বর্মা।

gun

বিহার পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের নেতৃত্বে বিউর জেলে তল্লাশি অভিযান চালানো হয় এবং সেখানে থাকা অজয় বর্মাকে জিজ্ঞাসাবাদও করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, এই খুনের পিছনে একটি জমি সংক্রান্ত বিবাদের সম্ভাবনা রয়েছে। প্রাথমিকভাবে এটিকে সুপারি কিলিং বা চুক্তিভিত্তিক হত্যাকাণ্ড হিসেবেই দেখা হচ্ছে।

এই ঘটনার পর ব্যবসায়ী মহলে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। প্রশাসন এখন চাপে, কীভাবে জেলের ভেতর থেকে এমন একটি পরিকল্পনা বাস্তবায়িত হল, তা নিয়েও উঠছে প্রশ্ন। পুলিশ সূত্রে ইঙ্গিত, শিগগিরই আরও বড়ো কিছু তথ্য সামনে আসতে পারে।