মন্দিরের সোনা নিয়ে গরিবদের মধ্যে বিলিয়ে দিক সরকার ! এ কি বলে বসলেন মুসলিম ধর্মগুরু ?

তিনি বলেন মুসলিমদের ক্ষতি করার চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার।

author-image
Debjit Biswas
New Update
KALBE 1

নিজস্ব সংবাদদাতা :  আজ ওয়াকফ (সংশোধনী) বিল ২০২৪ নিয়ে কথা বলতে গিয়ে এক বিস্ফোরক মন্তব্য করে বসলেন শিয়া ধর্মগুরু মৌলানা সৈয়দ কালবে জাওয়াদ। তিনি বলেন, ''ওয়াকফ সম্পত্তি আসলে জনগণের সম্পত্তি, কারণ তা জনগণের কল্যাণের উদ্দেশ্যে দান করা হয়েছে। ওয়াকফ বোর্ড শুধু রক্ষক, মালিক নয়। যেমন কেন্দ্র সরকার ভারতের মালিক নয়, বরং রক্ষক। তারা যেমন কাশ্মীরকে পাকিস্তানের হাতে তুলে দিতে পারেন না, কারণ তারা দেশের মালিক নয়, শুধু রক্ষক।"

KALBE 2

এছাড়াও তিনি বলেন, ''সরকার দাবি করছে যে ওয়াকফ সম্পত্তির মাধ্যমে গরিবদের উপকার হবে। তাহলে সারা দেশে ৫ লাখের বেশি মন্দিরে যে হাজার হাজার টন সোনা মজুত আছে, তা গরিবদের মধ্যে কেন বিতরণ করা হচ্ছে না?'' শিয়া ধর্মগুরুর এই মন্তব্যের পরে, সমালোচনার ঝড় উঠেছে সারা দেশ জুড়ে।