New Update
/anm-bengali/media/media_files/dGlm9qdcfwLsyqKFpYDs.jpg)
নিজস্ব সংবাদদাতা: এবার মুম্বাইয়ের হাসপাতালে গার্লস হস্টেলের স্নানঘরে স্নান করতে গিয়ে হেনস্থার মুখে মহিলা চিকিৎসক। স্নান করতে করতে তাঁর মনে হয়, গোপনে কেউ যেন তাঁকে দেখছে। এরপরই সচেতন এদিক-ওদিক তাকাতেই দেখেন, স্নানাগারের জানলা দিয়ে হাসপাতালেরই এক ঠিকাকর্মী মোবাইল ফোনের ক্যামেরায় তাঁর স্নান করার ভিডিও রেকর্ড করছে।
/anm-bengali/media/media_files/XkZIgG2ZJctjA4T7d4T9.jpg)
এরপরই তিনি চিৎকার করেন এবং হাসপাতালের অন্যান্য কর্মীরা এসে ধরেন ওই কর্মীকে। আর জি কর কাণ্ড নিয়ে বাংলায় যখন চরম অবস্থা তখন আরো এক সরকারি হাসপাতালের মহিলা চিকিৎসকের স্নানের ছবি তুলতে গিয়ে ধরা পড়ল ওই হাসপাতালেরই কর্মী।
/anm-bengali/media/post_attachments/a90b079d1ff902fa615e0de0302eb9635e13b99d7442380568d1310cee13fab0.jpg)
গত মঙ্গলবার সকালে ৩০ বছর বয়সী এক মহিলা চিকিৎসক হাসপাতালের মহিলা হস্টেলের তৃতীয় তলের স্নানাগারে স্নান করছিলেন যখন এই ঘটনা ঘটে।
/anm-bengali/media/post_attachments/wp-content/uploads/2022/09/woman-gc16f67c90_1920-380x214.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us