New Update
/anm-bengali/media/media_files/2025/05/10/bEX7LwBRHdwynIau7PQV.png)
File Picture
মনজিৎ সিং, পুঞ্চ: এক কথায় বলতে গেলে এখন পাকিস্তান পাগল হয়ে গেছে। ভারত যখন থেকে কড়া জবাব দিচ্ছে পাকিস্তানকে, তখন থেকেই যেন আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে প্রতিবেশী দেশ। ভারতে পাকিস্তান লাগাতার গুলিবর্ষণ করছে এবং নিয়ন্ত্রণরেখা বরাবর স্থানীয় এলকাগুলোকে নিশানা বানাচ্ছে। ভারত-পাক সীমান্তগুলিতে অবস্থা আরও শোচনীয়।
/anm-bengali/media/post_attachments/e89c9b92-461.png)
আমাদের প্রতিনিধি সংবাদ পরিবেশনের জন্যে এই মুহুর্তে রয়েছেন পুঞ্চ শহরে। সারারাতের পর এদিন ভোরেও সেখানে শোনা যায় বিস্ফোরণের আওয়াজ। সেই সময়ের ভয়ঙ্কর পরিস্থিতিই তুলে ধরলেন আমাদের প্রতিনিধি।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us