/anm-bengali/media/media_files/2025/10/20/screenshot-2025-10-20-4-pm-2025-10-20-16-39-42.png)
নিজস্ব সংবাদদাতা: উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি আজ দেহরাদুনে মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবন থেকে ভার্চুয়াল বৈঠক করেন বিজেপির জেলা সভাপতিদের সঙ্গে। এই উপলক্ষে তিনি সবাইকে দীপাবলির আন্তরিক শুভেচ্ছা জানান এবং রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প ও সাফল্য যেন কার্যকরভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছে যায়, সে বিষয়ে দলের কর্মীদের আহ্বান জানান।
মুখ্যমন্ত্রী বলেন, “রাজ্য সরকার ক্রমাগতভাবে জনকল্যাণমূলক কাজে নিযুক্ত। এই প্রচেষ্টার সুফল প্রতিটি পরিবারের কাছে পৌঁছে দেওয়াই আমাদের দায়িত্ব।” তিনি আরও বলেন, ‘ভোকাল ফর লোকাল’ উদ্যোগকে গণআন্দোলনে পরিণত করতে হবে এবং স্থানীয় পণ্যের ব্যবহার বাড়ানোর মাধ্যমে রাজ্যের অর্থনীতি শক্তিশালী করতে হবে।
/anm-bengali/media/post_attachments/36a1a085-e2c.png)
ধামি দলের সকল দায়িত্বপ্রাপ্ত নেতাদের জনগণের সঙ্গে নিরন্তর যোগাযোগ রাখার আহ্বান জানান। তিনি বলেন, “সরাসরি সংলাপই জনসেবার সবচেয়ে শক্তিশালী উপায় এবং এটাই গণতন্ত্রের প্রকৃত ভিত্তি।”
মুখ্যমন্ত্রীর এই বার্তা দলের কর্মীদের মধ্যে উৎসাহ জাগিয়েছে এবং স্থানীয় পণ্য ব্যবহারের প্রচারে নতুন গতি এনেছে বলে রাজনৈতিক মহলের অভিমত।
Uttarakhand Chief Minister Pushkar Singh Dhami held a virtual meeting with BJP district presidents today, from the Chief Minister’s residence, in Dehradun. On this occasion, he extended Diwali greetings to everyone and urged them to effectively convey the state government’s… pic.twitter.com/QrXmiQaL0y
— ANI (@ANI) October 20, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us