৩৪ বছরে এই প্রথম কর্ণাটকে এতগুলো আসন জিতল congress

২০২৩ সালের কর্ণাটক (Karnataka) বিধানসভা নির্বাচনে (Election) ৩৪ বছরের ব্যবধানে সবচেয়ে বেশি ভোট ও আসন পেয়েছে কংগ্রেস (congress)।

author-image
Pritam Santra
New Update
congress

নিজস্ব সংবাদদাতাঃ ২০২৩ সালের কর্ণাটক (Karnataka) বিধানসভা নির্বাচনে (Election) ৩৪ বছরের ব্যবধানে সবচেয়ে বেশি ভোট ও আসন পেয়েছে কংগ্রেস (congress)। ভোট গণনা চলাকালীন রাজনৈতিক কর্মী যোগেন্দ্র যাদব বলেন, বীরেন্দ্র পাতিলের শাসনামলে ১৯৮৯ সালে কংগ্রেস ৪৩.৭৬ শতাংশ ভোট পেয়ে ১৭৮ টি আসন জিতেছিল। ফল প্রকাশের সময় নির্বাচন কমিশনের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী দলটি ১২৫ টি আসনের মাইলফলক অতিক্রম করেছে।