ইন্দিরা গান্ধীর স্মৃতিতে কংগ্রেসের আবেগঘন শ্রদ্ধা, শক্তি স্থলে রাজনৈতিক উষ্ণতা

ইন্দিরা গান্ধীর ১০৮তম জন্মবার্ষিকীতে শক্তি স্থলে শ্রদ্ধা জানান কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধী। আবেগঘন পরিবেশে প্রাক্তন প্রধানমন্ত্রীর অবদান স্মরণ করল কংগ্রেস নেতৃত্ব।

author-image
Tamalika Chakraborty
New Update
sonia gandhi

নিজস্ব সংবাদদাতা:  ইন্দিরা গান্ধীর ১০৮তম জন্মবার্ষিকীতে আজ সকাল থেকেই শক্তি স্থলে দেখা গেল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বকে। দলের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে, কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপারসন সোনিয়া গান্ধী এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী—তিনজনই একসঙ্গে হাজির হয়ে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানালেন। শক্তি স্থলের গম্ভীর পরিবেশে ফুল দিয়ে, নীরবতা পালনে আর স্মৃতিচারণায় ভরে উঠল মুহূর্তগুলো।

রাহুল গান্ধী মায়ের ছবির সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ নীরব থাকেন। সোনিয়া গান্ধীও আবেগ চেপে রেখে ইন্দিরার স্মৃতিতে মাথা নত করেন। খাড়গে বলেন, দেশের উন্নয়নে ও গণতন্ত্র রক্ষায় ইন্দিরা গান্ধীর অবদান কখনোই মুছে যাবে না। কংগ্রেসের নেতা-কর্মীদের মধ্যেও এক ধরনের আবেগঘন পরিবেশ তৈরি হয় যখন তাঁরা শক্তি স্থলে পৌঁছে দলীয় নেতৃত্বকে একসঙ্গে দেখেন।

mallikarjun

ইন্দিরা গান্ধীকে ঘিরে দেশের রাজনৈতিক ইতিহাসে যে শক্তিশালী উত্তরাধিকার তৈরি হয়েছে, তা আজও কংগ্রেসের কাছে এক বড় শক্তির প্রতীক। জন্মবার্ষিকীর এই দিনে তাঁর নীতি, কঠোর সিদ্ধান্ত, আন্তর্জাতিক মঞ্চে ভারতের ভাবমূর্তি উজ্জ্বল করার ক্ষমতা—সবই নতুন করে আলোচনায় আসে। কংগ্রেস নেতৃত্বের একসঙ্গে উপস্থিতি শুধু সম্মান প্রদর্শনেরই নয়, দলের ঐক্যের বার্তাও বহন করে বলে মত রাজনৈতিক পর্যবেক্ষকদের।

শক্তি স্থলে সাধারণ মানুষের উপস্থিতিও নজর কাড়ে। অনেকে ফুল, ব্যানার আর পোস্টার নিয়ে আসেন। কেউ কেউ বলেন, ইন্দিরা গান্ধী শুধু একজন প্রধানমন্ত্রী নন, ভারতের ইতিহাসে এক অদম্য নারীর নাম। সেই শক্তির প্রতীককেই স্মরণ করতে আজও ভিড় কমে না।

তিন শীর্ষ নেতার এই উপস্থিতি—ঠিক জন্মদিনের সকালে—রাজনৈতিক মহলে জল্পনারও সৃষ্টি করেছে। অনেকে বলছেন, কংগ্রেস হয়তো এই বার্তা দিতেই চায় যে ইন্দিরার আদর্শ ধরে রাখতেই দল এগোবে নতুন পথরেখায়।