কংগ্রেস: বৈঠক তো হল, তবে সম্পর্ক ঠিক হল? কি বললেন মুখ্যমন্ত্রী?

রাজস্থানে কংগ্রেসের বিভেদ চিন্তার কারণ হয়ে উঠেছে কংগ্রেসের হাইমকান্ডদের মধ্যে। ইতিমধ্যেই এই বিষয়ে বৈঠক হয়েছে। বৈঠকের বিষয়ে বিশেষ বার্তা দিয়েছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী। 

author-image
Aniket
New Update
c

File Picture

নিজস্ব সংবাদদাতা: রাজস্থানে শচীন পাইলট এবং মুখ্যমন্ত্রী অশোক গেহলটের মতপার্থক্য ঘিরে বর্তমানে জল্পনা চলছে। আর এই জল্পনার ফলে কপালে চিন্তার ভাঁজ পড়েছে কংগ্রেসের হাইকমান্ডদের। রাজস্থানে বিধানসভা নির্বাচনে নতুন করে জয়ের লক্ষ্যে রয়েছে কংগ্রেস। তবে শচীন পাইলট এবং মুখ্যমন্ত্রী অশোক গেহলটের বিবাদ রাজস্থানে বিরোধী দলগুলির জন্য বড় সুযোগ হয়ে উঠতে পারে। আজ শচীন পাইলট এবং মুখ্যমন্ত্রী অশোক গেহলটের সঙ্গে কথা বলেছে কংগ্রেসের হাইকমান্ডরা। বৈঠকের বিষয়ে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট বলেছেন, "আমার জীবনে আমি কংগ্রেসে এমন ঐতিহ্য দেখিনি যে কোনও নেতা কিছু দাবি করেন বা হাইকমান্ড তাকে জিজ্ঞাসা করেন তিনি কোন পদ চান। হাইকমান্ড এবং কংগ্রেস দল এতটাই শক্তিশালী যে এখনও এমন পরিস্থিতি তৈরি হয়নি যে কাউকে শান্ত করার জন্য বিষেশ কোনও প্রস্তাব দেওয়া হবে। এটি কখনও ঘটেনি আর কখনও ঘটবেও না"।