বিরোধী জোট হওয়ার আগেই বিরোধীদের মধ্যে সমস্যা!

আসন্ন লোকসভা ভোটের (Election) আগে ফের বিজেপি (BJP) বিরোধী জোটের সম্ভাবনা দেখা গিয়েছে। ইতিমধ্যে বিহারের (BIhar) মুখ্যমন্ত্রী নীতিশ কুমার (Nitish Kumar) এবং দিল্লির (Delhi) মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে (Arvind Kejriwal) সক্রিয় ভূমিকায় দেখা গিয়েছে।

author-image
Pritam Santra
26 May 2023
বিরোধী জোট হওয়ার আগেই বিরোধীদের মধ্যে সমস্যা!

নিজস্ব সংবাদদাতাঃ আসন্ন লোকসভা ভোটের (Election) আগে ফের বিজেপি (BJP) বিরোধী জোটের সম্ভাবনা দেখা গিয়েছে। ইতিমধ্যে বিহারের (BIhar) মুখ্যমন্ত্রী নীতিশ কুমার (Nitish Kumar) এবং দিল্লির (Delhi) মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে (Arvind Kejriwal) সক্রিয় ভূমিকায় দেখা গিয়েছে। কংগ্রেস বিরোধী জোটে সামিল হবেন কি না সে ব্যাপারে প্রশ্ন রয়েছে। এরই মধ্যে অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে তোপ দাগ হল কংগ্রেসের পক্ষ থেকে। অজয় মাকেন দিল্লির মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বলেছেন, "কেজরিওয়ালের সমর্থন মানেই আম্বেদকর, নেহরুর সিদ্ধান্তের বিরোধিতা করা।"