রাফালকে ‘খেলনা বিমান’ বলে কটাক্ষ! ভয় পেলেন কংগ্রেস সভাপতি নিজেই চাইলেন ক্ষমা

'আমি কেবল প্রতীকীভাবে তুলে ধরার চেষ্টা করেছি'।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
rafale.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: রাফালে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন আর এবার নিজেই দিলেন তার ব্যাখ্যা। এদিন সেই প্রসঙ্গে উত্তরপ্রদেশের কংগ্রেস সভাপতি অজয় রাই বলেন, “পহেলগাঁও-এ যারা আমাদের জনগণকে হত্যা করেছে তাদের জবাব দেওয়ার সময় এসেছে। প্রতিরক্ষামন্ত্রী যখন রাফাল আনতে গিয়েছিলেন, তখন তিনি রাফালে লেবু-লঙ্কা ঝুলিয়েছিলেন। আমি কেবল তার চোখ খুলতে চেয়েছিলাম এবং তাকে দেখাতে চেয়েছিলাম যে দেশের মানুষ সন্ত্রাসবাদের বিরুদ্ধে ব্যবস্থা চায়। সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া উচিত, এবং যারা তাদের সমর্থন দিচ্ছে তাদের শেষ করে দেওয়া উচিত”।

'খেলনা বিমান' মন্তব্যের প্রসঙ্গেও ইউপি কংগ্রেস সভাপতি অজয় রাই বলেন, “রাফাল কোনও খেলনা নয়। আমি আসল রাফাল এখানে আনতে পারি না বা এর কাছেও যেতে পারি না। রাফাল খুবই শক্তিশালী, এবং দেশের মানুষের এতে বিশ্বাস আছে। আমি কেবল প্রতীকীভাবে এটি সামনে তুলে ধরার চেষ্টা করেছি যে রাফাল কখন অভিযানের জন্য ব্যবহার করা হবে?”