প্রধানমন্ত্রীকে লম্বা চওড়া চিঠি কংগ্রেস সভাপতির! কী হল?

এবার ওড়িশার বালাসোরে রেল দুর্ঘটনা নিয়ে এবার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) চিঠি লিখলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge)।

author-image
SWETA MITRA
New Update
modi kharge.jpg

নিজস্ব সংবাদদাতাঃ এবার ওড়িশার বালাসোরে রেল দুর্ঘটনা নিয়ে এবার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) চিঠি লিখলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge)। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, ওড়িশার ট্রেন দুর্ঘটনায় ২৭৫ জন নিহত ও এক হাজারেরও বেশি আহত হওয়ার ঘটনায় সিবিআইকে দিয়ে ঘটনার তদন্তের সুপারিশ করা হবে। এদিকে এই নিয়েই প্রধানমন্ত্রীকে লম্বা চওড়া চিঠি লিখলেন মল্লিকার্জুন খাড়গে।   সোমবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে বলেছেন, “আইন প্রয়োগকারী সংস্থাগুলি প্রযুক্তিগত বিষয়ে জবাবদিহিতা নির্ধারণ করতে পারে না। সিবিআই অপরাধের তদন্ত করতে চায়, রেল দুর্ঘটনার তদন্ত করার জন্য নয়। সিবিআই বা অন্য কোনও আইন প্রয়োগকারী সংস্থা প্রযুক্তিগত, প্রাতিষ্ঠানিক এবং রাজনৈতিক ব্যর্থতার জন্য জবাবদিহিতা নির্ধারণ করতে পারে না। এটা দুর্ভাগ্যজনক যে দায়িত্বে থাকা ব্যক্তিরা বিশেষ করে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব স্বীকার করতে চান না যে সমস্যা রয়েছে।"