/anm-bengali/media/media_files/l1x6KTjTB4zGTv6Cp5wb.jpg)
নিজস্ব সংবাদদাতা: কংগ্রেস প্রেসিডেন্ট মল্লিকার্জুন খাড়গে টুইট করে বলেন, "আসাম, মণিপুর, ত্রিপুরা, মিজোরাম এবং সিকিমের ভয়াবহ বন্যা পরিস্থিতি নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন। আমরা আশা করি না যে প্রধানমন্ত্রী মোদী মণিপুর সফর করবেন। তবে তিনি মণিপুর এবং অন্যান্য রাজ্যের দুর্গত মানুষদের সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারেন। যাঁরা তাঁদের প্রিয়জনকে হারিয়েছেন তাঁদের প্রতি আমাদের গভীর সমবেদনা। আমরা আশা করি কেন্দ্র এবং রাজ্য সরকারগুলি অবিলম্বে ত্রাণ সরবরাহ করবে এবং উদ্ধার প্রচেষ্টা ত্বরান্বিত করবে। মণিপুরে প্রায় ২৫,০০০ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ায় হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে। আসামে আক্রান্ত হয়েছেন ২ লাখের বেশি মানুষ। বরাক উপত্যকায় পরিস্থিতি ভয়াবহ। মিজোরামের আইজল জেলায় একাধিক ভূমিধসে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। ত্রিপুরা ও সিকিমেও নিম্নাঞ্চলে জল বৃদ্ধির সাথে বন্যার মতো পরিস্থিতি দেখা যাচ্ছে। আমি কংগ্রেস কর্মীদের উদ্ধার ও পুনর্বাসন কাজে সম্ভাব্য সব ধরনের সহায়তা প্রদান এবং দুর্দশাগ্রস্তদের সমর্থন করার আহ্বান জানাই।"
'
Extremely concerned about the grim flood situation in Assam, Manipur, Tripura, Mizoram and Sikkim.
— Mallikarjun Kharge (@kharge) May 31, 2024
We do not expect PM Modi to visit Manipur, but the least he could do is extend help to the distressed people of Manipur and other NE states.
Our deepest condolences to those who…
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us