/anm-bengali/media/media_files/ZNSPDEWCnOQB97XJSXUt.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ মণিপুর (Manipur) ইস্যুতে ফের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জবাবদিহি চাইল কংগ্রেস। আজ শুক্রবার এক টুইট বার্তায় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge) লেখেন, ‘শ্রী নরেন্দ্র মোদীজি আপনি গতকাল সংসদে কোনো বিবৃতি দেননি। আপনি যদি রেগেই থাকেন তাহলে কংগ্রেস শাসিত রাজ্যগুলির সমালোচনা করার পরিবর্তে আপনি প্রথমে মণিপুরের মুখ্যমন্ত্রীকে বরখাস্ত করতে পারতেন। 'INDIA' আশা করে যে আপনি আজ সংসদে একটি বিস্তৃত বিবৃতি দেবেন। কেবল একটি ঘটনা নিয়ে নয়, বরং রাজ্য ও কেন্দ্রে আপনার সরকার যে ৮০ দিনের সহিংসতার নেতৃত্ব দিয়েছে, তা নিয়ে আশা করছি আপনি বক্তব্য পেশ করবেন।‘
গত আড়াই মাস ধরে মণিপুরে মেইতেই ও কুকি সম্প্রদায়ের মধ্যে সহিংস সংঘর্ষের মধ্যে বুধবার মণিপুরের দুই মহিলাকে যৌন নিপীড়নের একটি ভয়ঙ্কর ভিডিও সামনে এসেছে।
বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন সংসদের বর্ষা কালীন অধিবেশনের আগে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে এসেছিলেন, তখন তিনি মণিপুরের ঘটনার কথা উল্লেখ করে বলেছিলেন যে তাঁর মন ভারাক্রান্ত।
প্রধানমন্ত্রী মোদী বলেন, ‘দেশকে অপমান করা হচ্ছে এবং দোষীদের ছাড় দেওয়া হবে না।‘ উল্লেখ্য, মণিপুরে (Manipur) চলমান সহিংসতা নিয়ে এই প্রথম প্রধানমন্ত্রী মোদী কিছু বললেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথা না বলা নিয়ে দীর্ঘদিন ধরেই মণিপুর নিয়ে প্রশ্ন তুলছিল বিরোধীরা।
এদিকে মণিপুর পুলিশ নিশ্চিত করেছে যে গত ৪ মে মণিপুরের থৌবাল জেলায় ওই দুই নারীকে যৌন নিপীড়ন করা হয়। এহেন ঘটনাকে ঘিরে গোটা দেশজুড়ে নিন্দার ঝড় উঠেছে। বিংশ শতাব্দীতেও এরকম ঘটনা যে ঘটতে পারে তা হয়তো কেউ কল্পনাও করতে পারেনি।
পুলিশ জানায়, 'ঘটনাটি ঘটেছে গত ৪ মে। অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে অপহরণ, গণধর্ষণ ও খুনের মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে। অপরাধীদের ধরতে পুলিশ যথাসাধ্য চেষ্টা করছে।‘
এদিকে মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং বলেছেন, দোষীদের ফাঁসি দেওয়ার চেষ্টা করবেন তিনি। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। ভিডিওটি প্রকাশ্যে আসার পর থেকেই কেন্দ্রের বিরোধী দলগুলির বিশিষ্ট নেতাদের কাছ থেকে এই ইস্যুতে তীব্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।
কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দলগুলি এই বিষয়ে ক্ষমতাসীন দল বিজেপিকে কোণঠাসা করার চেষ্টা করেছে।
.@narendramodi ji,
— Mallikarjun Kharge (@kharge) July 21, 2023
You did not make a statement inside the Parliament, yesterday.
If you were angry then instead of making false equivalence with Congress governed states, you could have first dismissed your Chief Minster of Manipur.
INDIA expects you to make an elaborate…
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us