/anm-bengali/media/media_files/ZfCBBFc4kje6TqqF52Pi.png)
নিজস্ব সংবাদদাতা: মধ্যপ্রদেশে কংগ্রেসের খেলা ঘুরিয়ে ফের সরকারে এসেছে বিজেপি। এবার দিল্লিতে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদবের সঙ্গে সাক্ষাৎ করলেন কংগ্রেস সাংসদ দিগ্বিজয় সিং। তিনি মধ্যপ্রদেশের উন্নয়নে তাকে সহযোগিতার বার্তা দিয়েছেন। কংগ্রেস সাংসদ দিগ্বিজয় সিং এই সাক্ষাতের বিষয়ে বলেছেন, "জনগণ তাকে (মোহন যাদব) একটি সুযোগ দিয়েছে। তার প্রতিশ্রুতি পূরণ করা উচিত। আমি মধ্যপ্রদেশের উন্নয়নে সব সময় সহযোগিতা করব"। বর্তমানে সংসদে নিরাপত্তা লঙ্ঘন নিয়ে সরব রয়েছে বিজেপিরা। যার ফলে চর্চা বাড়ছে। এই বিষয়েও নিজের মন্তব্য সামনে রেখেছেন দিগ্বিজয় সিং। তিনি বলেছেন, "১৩ ডিসেম্বর যে ঘটনাটি ঘটেছে সে বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কথা বলেননি। আমরা তাকে এই বিষয়ে কথা বলার জন্য দাবি করছিলাম কিন্তু তা প্রত্যাখ্যান করা হয়েছে এবং যারা এই দাবি করছিল তাদের সংসদ থেকে স্থগিত করা হয়েছে"। উল্লেখ্য, সংসদে নিরাপত্তা লঙ্ঘন নিয়ে বিরোধীদের হৈহট্টগোলের জেরে একসঙ্গে বহু সাংসদকে বরখাস্ত করা হয়েছে। যা নিয়েও সরব হয়েছে বিরোধীরা।
#WATCH | Congress MP Digvijaya Singh meets Madhya Pradesh CM Mohan Yadav in Delhi. pic.twitter.com/DaNdRobENe
— ANI (@ANI) December 21, 2023
#WATCH | Congress MP Digvijaya Singh says "People have given him (Mohan Yadav) an opportunity. He should fulfil his promises. I will always cooperate for the development of Madhya Pradesh.
— ANI (@ANI) December 21, 2023
On the Parliament security breach, he says "Union Home Minister Amit Shah did not speak on… pic.twitter.com/VZj64xHY9W
/anm-bengali/media/media_files/zzZDE8LQjQYMWVzYTl0x.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us