/anm-bengali/media/media_files/2025/04/28/n7bMV3cL0trIE1fdhSDG.jpeg)
নিজস্ব সংবাদদাতা: অপারেশন সিঁদুর নিয়ে লোকসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণের পর কড়া প্রতিক্রিয়া জানালেন কংগ্রেস সাংসদ তারিক আনোয়ার।
/anm-bengali/media/post_attachments/792a26aa-fec.png)
তিনি বলেন, “প্রধানমন্ত্রীর বলার কিছু ছিল না, তাই ঘুরিয়ে-পেঁচিয়ে কথা বললেন। তাঁর কোনও যুক্তি ছিল না, কারণ বিরোধী দল ও কংগ্রেস যে বিষয়গুলো তুলেছে — বিশেষ করে ট্রাম্প সম্পর্কে সোজা কথা বলা, সেটি তিনি বলেননি। তিনি ট্রাম্পকে মিথ্যাবাদী বলেননি, এমনকি চিনের নামটাও মুখে আনেননি।” তিনি আরও বলেন, “এতে স্পষ্ট হয়ে গেল যে প্রধানমন্ত্রী ট্রাম্প ও চিনের নাম নিতেই ভয় পান। আমরা তাঁর জবাবে সন্তুষ্ট নই।”
#WATCH | After PM Modi's speech in Lok Sabha, Congress MP Tariq Anwar says, "He had nothing to say. So, he was beating around the bush. He had no arguments because what was said by the Opposition and Congress - say that Trump is a liar and he has made a false statement, he did… pic.twitter.com/uVmcbvySqp
— ANI (@ANI) July 29, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us