/anm-bengali/media/media_files/GwyUS7UWHgldT4FO04BL.jpg)
ফাইল চিত্র
নিজস্ব সংবাদদাতাঃ মণিপুরে নগ্ন মহিলার পুরনো ভিডিও নিয়ে ফের উত্তেজনা ছড়াতে শুরু করেছে। বিষয়টি নিয়ে এবার মুখ খুলল কংগ্রেস। কংগ্রেস সাংসদ রঞ্জিত রঞ্জন বলেন, "আমরা লজ্জা পাচ্ছি। এটা নিয়ে রাজনীতি করা উচিত নয়। কিন্তু প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী কোথায় এবং তারা কী করছেন? আমি জানতে চাই, প্রধানমন্ত্রী নীরব কেন? কেন্দ্রীয় সরকার বার বার বলছে, মণিপুরের রোডম্যাপ তাঁরা তৈরি করছেন কিন্তু কোথায়? প্রধানমন্ত্রী বার বার বিদেশ সফরে যাচ্ছেন আর বলছেন, ভারতে সবকিছু ঠিকঠাক রয়েছে। কিন্তু মণিপুরে কোথায় সব ঠিক রয়েছে? আমরা জানতে চাই, আপনি আপনার মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে বলবেন কিনা।"
#WATCH | Congress MP Ranjeet Ranjan says, " Today we are feeling ashamed. Politics should not be done on this (Manipur viral video) but where are PM, Home Minister and what are they doing? I want to ask why the PM is silent. He said that we are preparing a roadmap for Manipur.… pic.twitter.com/Jl6uW3gNdJ
— ANI (@ANI) July 20, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us