নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন কংগ্রেস সাংসদ গৌরভ গগৈ

কি বললেন কংগ্রেস সাংসদ গৌরভ গগৈ?

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
Screenshot 2025-08-18 4.53.27 PM

নিজস্ব সংবাদদাতা: কংগ্রেস সাংসদ গৌরভ গগৈ নির্বাচন কমিশনের নিরপেক্ষতা এবং গণতান্ত্রিক কাঠামো রক্ষার দাবি তুলেছেন। রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “গণতন্ত্রকে রক্ষা করতে হবে, ভোটাধিকারকে সুরক্ষিত করতে হবে, নির্বাচন কমিশনকে নিরপেক্ষ থাকতে হবে এবং বাবাসাহেব আম্বেদকরের সংবিধান কাঠামোকে রক্ষা করতে হবে। আমরা তাই-ই করছি। আমরা ‘ভোট চুরি’ বন্ধ করছি, কিন্তু কয়েকজন চান এই ‘ভোট চুরি’ চলতে থাকুক।”

তিনি আরও বলেন, “আমি মনে করি নির্বাচন কমিশন গতকাল যা বলেছে, তা নিয়ে আরও প্রশ্ন উঠবে। ইতিমধ্যেই সারা দেশে কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। কমিশনের কাছে গতকাল সুযোগ ছিল রাহুল গান্ধী ও বিরোধী দলগুলির প্রশ্নের জবাব দেওয়ার। কিন্তু তারা হয় জবাব দিতে পারেনি অথবা তাদের জবাব না দিতে বলা হয়েছিল। বিষয়টি একেবারেই স্পষ্ট।”

গগৈর এই মন্তব্যের পর রাজনৈতিক মহলে আলোচনার ঝড় উঠেছে। বিরোধী শিবিরের অভিযোগ—ভোট প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে মানুষের মনে সংশয় বাড়ছে। অন্যদিকে, শাসকদল বিজেপি বারবার দাবি করেছে, বিরোধীরা ভিত্তিহীন অভিযোগ তুলে নির্বাচন প্রক্রিয়ার ওপর মানুষের আস্থা নষ্ট করার চেষ্টা করছে।