দেশ হয়ে গেল ঘোষণা! কটা আসনে জিতবে কংগ্রেস কংগ্রেস সাংসদ ভেনুগোপাল বলেন, তামিলনাড়ুর ৯টি আসনে লড়বে কংগ্রেস। পদুচেরিতে একটি আসনে লড়বে দল। বাকি আসনগুলোতে ইন্ডিয়া জোটের প্রার্থীদের কংগ্রেস সমর্থন করবে। Tamalika Chakraborty 09 Mar 2024 21:02 IST Follow UsNew Updateনিজস্ব সংবাদদাতা: কংগ্রেস সাংসদ ভেনুগোপাল বলেন, "তামিলনাড়ুর ৯টি এবং পুদুচেরির একটি আসনে নির্বাচনে লড়বে কংগ্রেস। বাকি আসনগুলোতে আমরা ডিএমকে ও জোটের প্রার্থীদের সমর্থন দেব। আমরা তামিলনাড়ুর ৪০টি আসনই জিতব।" Tamil Nadu National news watch INDIA bloc congress mp venugopal Read More পরবর্তী প্রবন্ধ পড়ুন
হয়ে গেল ঘোষণা! কটা আসনে জিতবে কংগ্রেস
কংগ্রেস সাংসদ ভেনুগোপাল বলেন, তামিলনাড়ুর ৯টি আসনে লড়বে কংগ্রেস। পদুচেরিতে একটি আসনে লড়বে দল। বাকি আসনগুলোতে ইন্ডিয়া জোটের প্রার্থীদের কংগ্রেস সমর্থন করবে।
নিজস্ব সংবাদদাতা: কংগ্রেস সাংসদ ভেনুগোপাল বলেন, "তামিলনাড়ুর ৯টি এবং পুদুচেরির একটি আসনে নির্বাচনে লড়বে কংগ্রেস। বাকি আসনগুলোতে আমরা ডিএমকে ও জোটের প্রার্থীদের সমর্থন দেব। আমরা তামিলনাড়ুর ৪০টি আসনই জিতব।"