BREAKING : সন্ত্রাসীদের কাছে সময় থাকে না ধর্ম জিজ্ঞেস করার ! ফের বিস্ফোরক মন্তব্য করলেন কংগ্রেস নেতা বিজয় ওয়াদেত্তীওয়ার

কি বিস্ফোরক মন্তব্য করলেন কংগ্রেস নেতা বিজয় ওয়াদেত্তীওয়ার ?

author-image
Debjit Biswas
আপডেট করা হয়েছে
New Update
VIJAY

নিজস্ব সংবাদদাতা : এবার পহেলগাঁও হামলা প্রসঙ্গে ফের একবার বিস্ফোরক মন্তব্য করলেন কংগ্রেস নেতা বিজয় ওয়াদেত্তীওয়ার। আজ তিনি বলেন,''এই হামলার দায় সম্পূর্ণভাবে কেন্দ্রীয় সরকারকেই নিতে হবে। কাশ্মীরের নিরাপত্তা ব্যবস্থা কোথায় ছিল সেইসময়ে ? এটি কেন্দ্র সরকারের ব্যর্থতা। তবে কেউই এই বিষয়ে কথা বলছেন না।''

VIJAY

এরপর তিনি আরও বলেন,''কিছু কিছু লোক এমনটাও বলছেন যে, সন্ত্রাসীরা নাকি আক্রমণের আগে তাদের ধর্ম পরিচয় সম্পর্কে জানতে চেয়েছিল। একজন সন্ত্রাসীর কাছে কি এসব প্রশ্ন করার সময় থাকে ? একজন সন্ত্রাসী কখনও ধর্ম দেখে না।''