ফাঁস হল ছবি, Adani ইস্যুতে নয়া মোড়

আদানি (Adani) ইস্যুতে উত্তাল হয়ে রয়েছে দেশের রাজনৈতিকমহল। এরই মধ্যে অন্য সুর শোনা গিয়েছিল এনসিপি (NCP) প্রধান শরদ পাওয়ারের (Sharad Pawar) গলায়। এবার একটি ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করে শরদ পাওয়ারের তীব্র সমালোচনা করেছে কংগ্রেস (Congress)।

author-image
Pritam Santra
New Update
adani

নিজস্ব সংবাদদাতাঃ আদানি (Adani) ইস্যুতে উত্তাল হয়ে রয়েছে দেশের রাজনৈতিকমহল। এরই মধ্যে অন্য সুর শোনা গিয়েছিল এনসিপি (NCP) প্রধান শরদ পাওয়ারের (Sharad Pawar) গলায়। এবার একটি ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করে শরদ পাওয়ারের তীব্র সমালোচনা করেছে কংগ্রেস (Congress)। কংগ্রেস নেত্রী অলকা লাম্বা সামাজিক মাধ্যমে একটি ছবি পোস্ট করেছেন। মনে করা হচ্ছে পাওয়ারের সঙ্গে নিভৃতে বসে রয়েছেন গৌতম আদানি। নেত্রী পোস্টে লিখেছেন, "শুধুমাত্র কাপুরুষ ও লোভীরা তাদের ব্যক্তিগত স্বার্থে স্বৈরাচারী ক্ষমতার জয় গান গাইছে।"