/anm-bengali/media/media_files/2025/09/28/screenshot-2025-09-28-pm-2025-09-28-17-03-02.png)
নিজস্ব সংবাদদাতা: তামিলনাড়ুর করুরে টিভিকে প্রধান বিজয়ের রাজনৈতিক সমাবেশে ভয়াবহ পদদলিতের ঘটনায় অন্তত ৩৯ জন প্রাণ হারিয়েছেন। তাঁদের মধ্যে বিপুল সংখ্যক নারীও রয়েছেন। এ প্রসঙ্গে কংগ্রেস নেত্রী শামা মোহাম্মদ রবিবার গভীর শোকপ্রকাশ করেছেন।
তিনি বলেন, “আমার আন্তরিক সমবেদনা রইল। প্রায় ১৮ জন মহিলা প্রাণ হারিয়েছেন। এর মানে অসংখ্য শিশু এখন মাকে হারিয়েছে। এই শোকের মুহূর্ত ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।”
/anm-bengali/media/post_attachments/b7a16692-eae.png)
শামা মোহাম্মদ আরও বলেন, “আমি আন্তরিকভাবে আশা করি, এ ধরনের মর্মান্তিক ঘটনা আর কখনও ঘটবে না। প্রশাসন তামিলনাড়ুতে যথাসাধ্য চেষ্টা করছে। তবে এর পেছনে যা কারণই থাকুক না কেন, সেটি উদঘাটন করা অত্যন্ত প্রয়োজন। কারণ আমরা নিশ্চিত হতে চাই যে, ভবিষ্যতে আর এ ধরনের পরিস্থিতির পুনরাবৃত্তি না ঘটে।”
কংগ্রেস নেত্রীর এই মন্তব্যের পাশাপাশি তামিলনাড়ু প্রশাসন ইতিমধ্যেই উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে। রাজ্য জুড়ে শোকের আবহ বিরাজ করছে। নিহতদের পরিবারের জন্য ক্ষতিপূরণ ও আহতদের চিকিৎসার ব্যবস্থা করতে উদ্যোগী হয়েছে সরকার।
#WATCH | Delhi | On the Karur stampede, Congress leader Shama Mohamed says, "My deepest condolences... Around 18 women have died. So, there will be a lot of children who will now not have a mother... I hope such a thing never happens again... The administration is trying its best… pic.twitter.com/B9ZlfvwIGq
— ANI (@ANI) September 28, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us