নিজস্ব সংবাদদাতা: সমাজবাদী পার্টির একটি প্রতিনিধি দল উত্তরপ্রদেশের সম্বল পরিদর্শন করে যান। কিন্তু তাঁদের সম্বলে প্রবেশ করতে দেওয়া হয়নি। জেলাশাসকের তরফে তাঁদের নোটিশ পাঠানো হয়। সম্বলে আইনশৃঙ্খলা রক্ষার জন্য তাঁদের সম্বলে প্রবেশ করতে দেওয়া হয়নি। এই প্রসঙ্গে কংগ্রেস সাংসদ প্রমোদ তিওয়ারি বলেছেন, "জেলা প্রশাসন কী লুকাচ্ছে? কেন রাজ্য সরকার চায় না বিরোধীরা সম্বল সফর করুক? তাদের প্রতিনিধিদলকে সম্বলে যেতে দেওয়া উচিত৷ "
#WATCH | Hyderabad: On Congress leader Bhai Jagtap's 'kutta' remark for Election Commission, BJP national spokesperson CR Kesavan says, "The failed and frustrated Congress Party, which is maliciously character assassinating our Constitutional institutions, poses a very dangerous… pic.twitter.com/vcftM44OWt
— ANI (@ANI) November 30, 2024
উত্তরপ্রদেশের সম্বলে একটি মসজিদে সমীক্ষা নিয়ে পরিস্থিতি উত্তাল হয়ে ওঠে। সংঘর্ষ হয়। ঘটনার জেরে চার জন নিহত হয়েছেন। একাধিক গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। ঘটনায় ৩১ জনের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। তারমধ্যে সমাজবাদী পার্টির এক নেতা রয়েছে বলে জানা গিয়েছে।
ে/anm-bengali/media/media_files/dmYfA1pCBk5KAbGNT6gs.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us