/anm-bengali/media/media_files/AIymPPfEk7hNgAUBK1ZJ.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: ED-র PMLA মামলার অভিযোগপত্রে প্রিয়াঙ্কা গান্ধী বঢড়ার নাম উঠল এদিন। যা নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে দলের অন্দরে। একদিকে লোকসভা নির্বাচনে বারাণসী কেন্দ্র থেকে প্রধানমন্ত্রীর বিরোধী মুখ হিসেবে স্থির হয়েছে প্রিয়াঙ্কা গান্ধী বঢড়ার নাম। আর অন্যদিকে তারপরই ইডির চার্জশিটে নাম উঠল কংগ্রেস নেত্রীর। এই দুই ঘটনায় রাজনীতির গন্ধই পাচ্ছেন কংগ্রেস নেতৃত্বরা।
এদিন এই প্রসঙ্গে নাগপুরে কর্ণাটকের কংগ্রেস প্রধান ডি কে শিবকুমার বলেন, “বিজেপি মনে করে আমরা জেলে যেতে ভয় পাই। কেউ এতে ভয় পায় না। আমরা আইন জানি। তারা আমাদের হুমকি দেওয়ার জন্য এই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা গুলির ব্যবহার করতে পারেন না। গণতন্ত্র ও ভারতকে বাঁচাতে, আমরা লড়াই করছি”।
#WATCH | On Priyanka Gandhi Vadra named in ED's PMLA case chargesheet, Karnataka Cong chief DK Shivakumar in Nagpur says, "...They (BJP) feel we are afraid of going to jail. No one is afraid of it. We know the law of the land. They can't use these institutions to threaten us. To… pic.twitter.com/djsTYqg7o8
— ANI (@ANI) December 28, 2023
/anm-bengali/media/media_files/uRcXrflLsLMD0Nx5UI5z.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us