বিহার ভোটের প্রথম দফার আগে আশাবাদী কংগ্রেস নেত্রী রঞ্জিত রঞ্জন

“মহাগঠবন্ধন বিপুল জনসমর্থন পাচ্ছে,” দাবি রঞ্জিত রঞ্জনের।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
Screenshot 2025-11-05 10.19.45 PM

নিজস্ব সংবাদদাতা: বিহারের সোপাউলে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রথম দফা ভোটের আগে কংগ্রেস নেত্রী রঞ্জিত রঞ্জন দাবি করলেন, মহাগঠবন্ধন জনগণের কাছ থেকে ব্যাপক সমর্থন পাচ্ছে। তিনি বলেন, “আগামীকাল নির্বাচনের প্রথম দফা। মহাগঠবন্ধনের পক্ষে অসাধারণ সাড়া মিলছে।”

রঞ্জিত রঞ্জন আরও জানান, “বিহারের মানুষ পরিবর্তন চাইছে। তারা উন্নয়ন, শান্তি এবং ন্যায়ের পক্ষে ভোট দেবে।”