'নিরাময়ের প্রয়োজন', টুইট রাহুলের

ইম্ফল থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে বিষ্ণুপুর জেলায় রাহুল গান্ধীর কনভয় থামানো হয়। এলাকায় সহিংসতা ও অগ্নিসংযোগের ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ কনভয়কে আর এগিয়ে যেতে দিচ্ছিল না।

author-image
SWETA MITRA
New Update
rahul gandhi tweet.jpg

 নিজস্ব সংবাদদাতাঃ মণিপুর (Manipur) নিয়ে ফের একবার টুইট করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। আজ বৃহস্পতিবার এক টুইট বার্তায় রাহুল গান্ধী লেখেন,  'আমি মণিপুরের সব ভাই-বোনদের কথা শুনতে এসেছি। সব সম্প্রদায়ের মানুষ খুবই প্রেমময়। এটা খুবই অনিশ্চিত যে সরকার থেমে যাচ্ছে। মণিপুরের নিরাময় প্রয়োজন। শান্তিকে অগ্রাধিকার দিতে হবে।‘

কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী বৃহস্পতিবার মণিপুরে পৌঁছেছেন। ইম্ফলে পৌঁছানোর পর তিনি ত্রাণ শিবির পরিদর্শনের জন্য চুড়াচাঁদপুর যাচ্ছিলেন। যদিও পথে পুলিশ তার কনভয় থামিয়ে দেয় বলে অভিযোগ। এরপর পুলিশের অনুমতি না পেয়ে তারা ইম্ফলে ফিরে আসেন এবং স্থানীয় প্রশাসনের অনুরোধে হেলিকপ্টারে করে চুড়াচাঁদপুরের উদ্দেশ্যে রওনা দেন রাহুল।