'রাজ্যের শান্তি দরকার,' মন্তব্য রাহুলের

দুদিনের জন্য হিংসায় জর্জরিত মণিপুর (Manipur) সফরে গিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। আর এই নিয়ে রীতিমতো সরব হয়েছে বিজেপি। যদিও বিতর্কের মাঝেই শুক্রবার মণিপুরের রাজ্যপালের সঙ্গে দেখা করেন রাহুল।

author-image
SWETA MITRA
New Update
rahul peace.jpg

নিজস্ব সংবাদদাতাঃ হিংসায় জর্জরিত মণিপুর (Manipur) সফরে গিয়ে ফের একবার বিশেষ বার্তা দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। আজ শুক্রবার রাহুল গান্ধী (Rahul Gandhi) মণিপুরের রাজ্যপালের সঙ্গে দেখা করেন। এরপর কংগ্রেস নেতা বলেন, "মণিপুরে শান্তি দরকার। আমি চাই এখানে শান্তি ফিরে আসুক। আমি কিছু ত্রাণ শিবির পরিদর্শন করেছি, এই ত্রাণ শিবিরগুলিতে ঘাটতি রয়েছে, সরকারের এর জন্য কাজ করা উচিৎ।“ দেখুন ভিডিও...