/anm-bengali/media/media_files/mW5aI1IjjYJthrgbj5mj.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: এবার পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের সরকারকে আক্রমণ করলেন হেভিওয়েট কংগ্রেস নেতা নবজোত সিং সিধু। তিনি দাবি করেন, 'বর্তমানে বিদ্যুতের অবস্থা দেখুন। পাঞ্জাব ৩০ হাজার কোটি টাকার বিদ্যুৎ কিনছে যেখানে এক ইউনিটের দাম গড়ে ১২ টাকা। বাজারে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ২.৫ টাকা অথবা ৩ টাকা। এই গুরুত্বপূর্ণ মরশুমে পাঞ্জাব প্রতি ইউনিট ১৯ বা ২১ টাকায় কিনছে বিদ্যুৎ। আপনি বলেছিলেন যে ক্ষমতায় আসলেই আপনি বিদ্যুৎ ক্রয় সংক্রান্ত চুক্তি বাতিল করবেন। এই বছর আবার পাঞ্জাবের রাজ্য বিদ্যুৎ কর্পোরেশন পাঁচ হাজার কোটি টাকা লোকসানের মুখ দেখেছে। এটা একটা ভেঙে পড়া সিস্টেম। এটা ভেঙে পড়বে এবং রাজ্যে আর্থিক জরুরীকালীন পরিস্থিতি জারি হতে চলেছে। তিনি খবরের কাগজ আর বিজ্ঞাপনেই শুধুমাত্র মুখ্যমন্ত্রী। আর কিছুই নয়'।
/anm-bengali/media/media_files/WbHH0Wlrtr7ktoPk5ILR.jpg)
#WATCH | Chandigarh: Congress leader Navjot Singh Sidhu says, "Look at the situation of electricity. Punjab is buying electricity worth Rs.30,000 crore on an average of Rs.12 per unit. It is Rs. 2.5 or 3 per unit in the market... And in the peak season, Punjab is buying… pic.twitter.com/dUapo6OBPx
— ANI (@ANI) November 6, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us