নিজস্ব সংবাদদাতা: অপারেশন সিঁদুর নিয়ে এবার কংগ্রেসকে একহাত নিলেন বিজেপির জাতীয় মুখপাত্র গৌরব ভাটিয়া। এদিন তিনি বলেন, “জয়রাম রমেশ যা বলেছেন তা নিন্দনীয় এবং উদ্বেগজনক। এটা সকল ভারতীয় নাগরিককে লজ্জিত করে যে একজন ভারতীয় নেতা কীভাবে ভারতীয় সাংসদদের সন্ত্রাসীদের সাথে তুলনা করতে পারেন। এটা বলা ভুল হবে না যে ‘অপারেশন সিঁদুরের পর, নিশান-ই-পাকিস্তান রাহুল গান্ধীর নির্দেশে লস্কর-ই-পাকিস্তান কংগ্রেসের একমাত্র প্রচেষ্টা ছিল ভারতে থাকাকালীন নরেন্দ্র মোদী সরকারের সফল উদ্যোগগুলিকে অভ্যন্তরীণভাবে দুর্বল করা। এটি একই ধারাবাহিকতার আরেকটি প্রচেষ্টা। আমি জয়রাম রমেশকে আমাদের সর্বদলীয় সাংসদদের প্রতিনিধিদলের পক্ষ থেকে জিজ্ঞাসা করতে চাই, যারা বিদেশে গিয়ে দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে ভারতের পক্ষ জোরালোভাবে উপস্থাপন করছে, সেই সাংসদদের কি সন্ত্রাসীদের সাথে তুলনা করা উচিত? জয়রাম রমেশকে এই প্রশ্নের উত্তর দিতেই হবে”।
/anm-bengali/media/media_files/2024/11/30/NxCJoEX9S3Q63dgQ3weS.JPG)
দেশের সাংসদদের জঙ্গিদের সাথে তুলনা! চরম জবাব দিতে হবে কংগ্রেস নেতাকে
'জয়রাম রমেশকে এই প্রশ্নের উত্তর দিতেই হবে'।
File Picture
নিজস্ব সংবাদদাতা: অপারেশন সিঁদুর নিয়ে এবার কংগ্রেসকে একহাত নিলেন বিজেপির জাতীয় মুখপাত্র গৌরব ভাটিয়া। এদিন তিনি বলেন, “জয়রাম রমেশ যা বলেছেন তা নিন্দনীয় এবং উদ্বেগজনক। এটা সকল ভারতীয় নাগরিককে লজ্জিত করে যে একজন ভারতীয় নেতা কীভাবে ভারতীয় সাংসদদের সন্ত্রাসীদের সাথে তুলনা করতে পারেন। এটা বলা ভুল হবে না যে ‘অপারেশন সিঁদুরের পর, নিশান-ই-পাকিস্তান রাহুল গান্ধীর নির্দেশে লস্কর-ই-পাকিস্তান কংগ্রেসের একমাত্র প্রচেষ্টা ছিল ভারতে থাকাকালীন নরেন্দ্র মোদী সরকারের সফল উদ্যোগগুলিকে অভ্যন্তরীণভাবে দুর্বল করা। এটি একই ধারাবাহিকতার আরেকটি প্রচেষ্টা। আমি জয়রাম রমেশকে আমাদের সর্বদলীয় সাংসদদের প্রতিনিধিদলের পক্ষ থেকে জিজ্ঞাসা করতে চাই, যারা বিদেশে গিয়ে দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে ভারতের পক্ষ জোরালোভাবে উপস্থাপন করছে, সেই সাংসদদের কি সন্ত্রাসীদের সাথে তুলনা করা উচিত? জয়রাম রমেশকে এই প্রশ্নের উত্তর দিতেই হবে”।