“এক ভোটেই হেরে যায় সরকার”—SIR নিয়ে বিপজ্জনক ছবির ইঙ্গিত দিল কংগ্রেস

কংগ্রেস নেতা টিকা রাম জুল্লি অভিযোগ করলেন, SIR প্রক্রিয়ার মাধ্যমে বিজেপি প্রতি বিধানসভা কেন্দ্রে ৫ থেকে ১০ হাজার ভোট কাটতে চাইছে।

author-image
Tamalika Chakraborty
New Update
rajasthan congress leader


নিজস্ব সংবাদদাতা:  SIR নিয়ে বিতর্ক তুঙ্গে। তার মাঝেই বিস্ফোরক দাবি করলেন কংগ্রেস নেতা টিকা রাম জুল্লি। তাঁর কথায়, SIR কোনও সাধারণ প্রশাসনিক প্রক্রিয়া নয়, বরং এটিকে কাজে লাগিয়ে ভোটের হিসেব পাল্টে দেওয়ার পরিকল্পনা করছে বিজেপি। তিনি স্পষ্ট করে বলেন, “বিজেপি যেভাবে কথা বলছে, তারা মনে করছে এক-দু’টি আসনের লড়াই নয়—এটা ভোটের খেলা। বহু জায়গায় জয়ের-পরাজয়ের ফারাক মাত্র এক ভোটেও হয়। আর ঠিক সেই জায়গাতেই SIR তাদের প্রধান অস্ত্র।”

জুল্লির আরও অভিযোগ, SIR-এর মাধ্যমে প্রতি বিধানসভা কেন্দ্রে অন্তত পাঁচ হাজার থেকে দশ হাজার ভোট কেটে ফেলার পরিকল্পনা রয়েছে। তাঁর কথায়, “একশো শতাংশ ভোট কখনও একদল পায় না। তাই এই পদ্ধতির মূল লক্ষ্যই বিরোধীদের ভোট কমানো। সেই কারণেই আমরা এই পদ্ধতির বিরুদ্ধে দাঁড়িয়েছি।”

1974062-sir

তিনি আরও বলেন, এই ভুল নিয়ম ও পদ্ধতির জন্যই পরপর বিএলও-রা আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন। গত কয়েক সপ্তাহে রাজ্যে যে আত্মহত্যার ঘটনা সামনে এসেছে, সেই প্রসঙ্গও তুললেন জুল্লি। তাঁর বক্তব্য, “এই পুরো প্রক্রিয়াই ভুল। এভাবে ভোটার তালিকা সংশোধন করা উচিত নয়। এই অমানবিক চাপ থেকে মানুষ আত্মহত্যা করছে, আর কমিশন নির্বিকার।”

জুল্লি আরও জানান, কংগ্রেস ইতিমধ্যে এই বিষয়ে দেশব্যাপী প্রতিবাদ শুরু করেছে। রাহুল গান্ধী SIR বিরোধী যাত্রা করেছেন। এবার দিল্লিতে হবে বড় র‍্যালি, যেখানে এই প্রক্রিয়ার বিরুদ্ধে জনমত জাগিয়ে তোলা হবে। তাঁর দাবি, “গণতন্ত্র বাঁচাতে এই আন্দোলন জরুরি। না হলে ভোটের মূল্যই শেষ হয়ে যাবে।”