সাসপেন্ড! সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি সাংসদের

লোকসভায় অনাস্থা প্রস্তাবের ওপর বিতর্ক চলাকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে কটূক্তি করার অভিযোগে লোকসভায় কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীকে সাসপেন্ড করা হয়েছে।

author-image
SWETA MITRA
New Update
adhirrr.jpg

নিজস্ব সংবাদদাতাঃ লোকসভা থেকে সাসপেন্ড করা হয়েছে কংগ্রেসনেতাঅধীররঞ্জনচৌধুরীকে। আর আজ শনিবার এই নিয়ে সাংবাদিক বৈঠক করে গর্জে উঠলেন সাংসদ। তিনি জানান, "এটিএমনএকটিনতুনঘটনাযাআমরাসংসদেআমাদেরক্যারিয়ারেএরআগেকখনওঅনুভবকরিনি।বিরোধীদলেরকণ্ঠরোধকরারজন্যক্ষমতাসীনদলেরএটিএকটিপরিকল্পিতপরিকল্পনা।এটিসংসদীয়গণতন্ত্রেরচেতনাকেক্ষুণ্ণকরবে। প্রয়োজন হলে আমি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবো। মোদীজি কেন ‘I.N.D.I.A’ শব্দটির বিরোধিতা করছেন?... ইন্ডিয়া ও ভারতের মধ্যে কোনও পার্থক্য নেই।“