বিহারে কংগ্রেসের কোনো অবস্থান নেই: প্রশান্ত কিশোর

কি বললেন প্রশান্ত কিশোর?

author-image
Aniket
New Update
Screenshot 2025-09-21 2.50.58 PM

নিজস্ব সংবাদদাতা: জন সুরাজ পার্টির প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করলেন। তিনি বলেন, “বিহারে কংগ্রেসের কোনো মর্যাদা নেই। যদি কংগ্রেস ও আরজেডি একসঙ্গে এত শক্তিশালী হয়, তবে তেজস্বী যাদবের যাত্রায় কংগ্রেস নেতারা কেন যোগ দিচ্ছেন না?”

প্রশান্ত কিশোর আরও দাবি করেন, মহাগঠবন্ধনের নেতৃত্ব আসলে আরজেডির হাতেই রয়েছে। তাঁর কথায়, “এই জোটের আসল শক্তি ও মুখ হলেন লালু যাদব এবং তেজস্বী যাদব। বিহারে কে রাহুল গান্ধীর খোঁজ করছে? যদি ভুলবশত মহাগঠবন্ধন আগামী দিনে ভোট পায়, তবে কি লালু যাদব রাহুল গান্ধী বা মল্লিকার্জুন খাড়গেকে জিজ্ঞেস করতে যাবেন? সবাই জানে, তেজস্বী যাদবই মুখ্যমন্ত্রী হবেন। তিনি নিজেও প্রতিদিন মঞ্চে দাঁড়িয়ে এই কথা বলেন।”

রাজনৈতিক মহলে মনে করা হচ্ছে, প্রশান্ত কিশোরের এই বক্তব্য কংগ্রেসের প্রভাবহীনতা ও আরজেডির প্রভাবশালী অবস্থানকে আরও স্পষ্ট করে দিল। ২০২৫ সালের নির্বাচনের আগে এই মন্তব্য মহাগঠবন্ধনের অভ্যন্তরীণ সমীকরণে নতুন প্রশ্ন তুলতে পারে।