/anm-bengali/media/media_files/jvgbhZsoBFazM82fXZW6.jpg)
FILE PIC
নিজস্ব সংবাদদাতাঃ মণিপুর ইস্যুতে সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার পরিকল্পনায় বুধবার সকালে বৈঠকে বসবেন বিরোধী দলগুলোর ফ্লোর নেতারা। সূত্রে খবর, কংগ্রেস সমস্ত সাংসদদের হুইপ জারি করে বুধবার লোকসভায় উপস্থিত থাকার নির্দেশ দিয়েছে এবং সকাল সাড়ে দশটায় কংগ্রেস সংসদীয় দলের অফিসে সমস্ত সাংসদদের বৈঠক হবে।
Congress has called a meeting of its Lok Sabha MPs in the Congress Parliamentary Party office tomorrow at 10.30am
— ANI (@ANI) July 25, 2023
সূত্রে খবর, বিরোধীরা বুধবার সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে চায়, যা মণিপুরের সহিংসতা ইস্যুতে সরকার ও প্রধানমন্ত্রীকে কথা বলতে বাধ্য করার শেষ চেষ্টা। সকাল ১০টায় রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গের চেম্বারে বিভিন্ন দলের ফ্লোর নেতারা বৈঠক করবেন। সংসদে জরুরি বিষয়গুলো নিয়ে আলোচনার জন্য এই বৈঠক ডাকা হয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us