কংগ্রেস অন্তত জেগেছে, মন্তব্য প্রশান্ত কিশোরের

কি বললেন প্রশান্ত কিশোর?

author-image
Aniket
New Update
Screenshot 2025-08-13 9.28.09 PM

নিজস্ব সংবাদদাতা: বিহারে কর্মসংস্থানের অভাবে যুবকদের ব্যাপক হারে রাজ্য ছাড়ার প্রসঙ্গে কংগ্রেসকে আক্রমণ করলেন জন সুরাজ পার্টির প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর। বুধবার এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, "ভাল ব্যাপার হলো অন্তত কংগ্রেস জেগেছে। বিহারের শিশুরা ও যুবকেরা কাজের অভাবে বাইরে চলে যাচ্ছে, কিন্তু সে নিয়ে কখনও কোনও পদযাত্রা হয়নি।"

Screenshot 2025-08-13 9.27.39 PM

কিশোরের অভিযোগ, এতদিন ধরে রাজ্যের সবচেয়ে বড় সমস্যাগুলি উপেক্ষিত হয়েছে। "এখন তারা ‘SIR’-এর জন্য পদযাত্রা করছে, করুক,"— কটাক্ষ করেন তিনি। রাজনৈতিক মহলে মনে করা হচ্ছে, প্রশান্ত কিশোরের এই মন্তব্য আসন্ন রাজনৈতিক লড়াইয়ে কংগ্রেসের প্রতি তাঁর সমালোচনামূলক অবস্থান স্পষ্ট করে দিল।