লোকসভা নির্বাচনের আগে, প্রধানমন্ত্রীর প্রতি ‘সম্মান জ্ঞাপন’ কংগ্রেসের!

'তিনি আসলে একজন স্বঘোষিত বিশ্বগুরু'।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
modi pmm.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির "আমার দেশ আমার পরিবার" মন্তব্য সম্পর্কে এবার সুর চওড়া করলেন কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ। এদিন তিনি বলেন, “আমাদের অগ্রাধিকার আমাদের দেশের মানুষ। আমরা মুদ্রাস্ফীতি, বেকারত্ব, অর্থনৈতিক অস্থিতিশীলতা এবং মেরুকরণের বিরুদ্ধে আওয়াজ তুলছি। তাঁদের বিরুদ্ধেই এই আওয়াজ তুলছি। যদি ১৪০ কোটি ভারতীয় তার পরিবার হয়ে থাকে, তাহলে কেন তিনি তাদের বিশ্বাস ভঙ্গ করছেন? কেন তিনি তাদের প্রতি অবিচার করছেন? গত ১০ বছর তার এই নিজের পরিবারের জন্যই কেটেছে 'অন্যায় কাল'। তিনি এই ধরনের কথা বলেন শুধুমাত্র মার্কেটিং এবং রিব্র্যান্ডিংয়ের জন্য। তিনি আসলে একজন স্বঘোষিত বিশ্বগুরু। আমরা প্রধানমন্ত্রীর পদকে সম্মান করি কিন্তু যদি একজন ব্যক্তি সম্মানের দাবি করেন, তাহলে তাকে সম্মানজনক আচরণও করতে হবে”।

Add 1

স্ব

স