‘শশী থারুর একজন ভণ্ড’, জানিয়ে দিল কংগ্রেস

তিনি দেশ সম্পর্কে খুব বেশি কিছু জানেন না।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
sashi tharoor editted .jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: কংগ্রেস সাংসদ শশী থারুর ট্যুইট করেছেন প্রধানমন্ত্রী মোদীকে। যা নিয়ে শোরগোল পড়েছে কংগ্রেসের অন্দরে। এদিন সেই প্রসঙ্গে দলের নেতা সন্দীপ দীক্ষিত বলেন, “শশী থারুরের সমস্যা হল, আমার মনে হয় না তিনি দেশ সম্পর্কে খুব বেশি কিছু জানেন বলে। যদি আপনার মতে, কেউ কংগ্রেসের নীতির বিরুদ্ধে গিয়ে দেশের জন্য ভালো করে, তাহলে আপনার সেই নীতিগুলি অনুসরণ করা উচিত। আপনি কংগ্রেসে কেন? আপনি কি কেবল একজন সাংসদ হওয়ার কারণে কংগ্রেসে রয়েছেন? যদি আপনি সত্যিই মনে করেন যে বিজেপি বা প্রধানমন্ত্রী মোদীর কৌশলগুলি আপনার দলের চেয়ে ভালো কাজ করছে, তাহলে আপনার ব্যাখ্যা দেওয়া উচিত। যদি আপনি কোনও ব্যাখ্যা না দেন, তাহলে আপনি একজন ভণ্ড”।