কংগ্রেসের নিজস্ব গ্যারান্টি নেই! সুর চড়ালেন শাহ

কংগ্রেসকে নিয়ে এ কী বললেন অমিত শাহ?

author-image
Pallabi Sanyal
New Update
aaa

নিজস্ব সংবাদদাতা : মধ্যপ্রদেশের বিদিশায় প্রচারে ঝড় তুললেন অমিত শাহ। বিজেপি শাসিত রাজ্যে দাঁড়িয়ে কংগ্রেসকে একহাত নিলেন তিনি। শাহ বলেন,"ইন্ডিয়া জোট এবং কংগ্রেস মধ্যপ্রদেশের কল্যাণ করতে পারে না। তারা (কংগ্রেস) পাঁচটি গ্যারান্টি এনেছে। তাদের নিজস্ব গ্যারান্টি নেই। প্রধানমন্ত্রী মোদী ৯ বছরে যা বলেছেন তাই করেছেন। কেন্দ্রে ১০ বছর ইউপিএ সরকার ছিল।মধ্যপ্রদেশকে কত টাকা দেওয়া হয়েছে?"