৪ জুন-দেশে নতুন সকাল! 'বিজেপি দক্ষিণে সাফ-উত্তরে হাফ'

বিজেপিকে আক্রমণ করলেন চণ্ডীগড় লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী মণীশ তিওয়ারি।

author-image
Aniruddha Chakraborty
New Update
ল্কন

নিজস্ব সংবাদদাতাঃ চণ্ডীগড় লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী মণীশ তিওয়ারি মনোনয়ন জমা দিয়ে বলেন, "আমরা আপনাদের স্বাধীনতার জন্য লড়াই করছি। ইন্ডিয়া জোট ৪ সেট মনোনয়ন জমা দিয়েছে। হাজার হাজার ইন্ডিয়া জোট কর্মী এখানে জড়ো হয়ে মনোনয়নকে সমর্থন করেছেন। জয়ের দিকে এগোচ্ছে ভারত জোট। আগামী ৪ জুন দেশে হবে নতুন এক সকাল। চার দফার ভোটের পর এটা স্পষ্ট যে 'দক্ষিণ ভারত মে বিজেপি সাফ হ্যায় বা উত্তর ভারত মে হাফ হ্যায়'।" 

ল্কনব

Add 1