আগামী ৬ ডিসেম্বর...জরুরী বৈঠক ডাকল কংগ্রেস

জরুরী বৈঠক ডাকল কংগ্রেস।

author-image
SWETA MITRA
New Update
india allian.jpg

নিজস্ব সংবাদদাতাঃ আজ চার রাজ্যে ভোট গণনার মাঝে বড় রকমের চমক দিল কংগ্রেস (Congress) দল। জানা গিয়েছে, আগামী ৬ ডিসেম্বর ইন্ডিয়া (I.N.D.I.A.) জোটের পরবর্তী বৈঠক ডেকেছে কংগ্রেস। দলের জাতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে দিল্লিতে জোটের শরিকদের বৈঠকের জন্য ফোন অবধি করেছেন।