বিজেপিকে সরাসরি চ্যালেঞ্জ! আসামে ‘গগৈ-তরঙ্গে’ আত্মবিশ্বাসী কংগ্রেস

২০২৬ আসাম নির্বাচনে কংগ্রেসের জোর দাবির বার্তা। বিকাশ উপাধ্যায় বললেন—গৌরব গগৈয়ের নেতৃত্বে আসামে পরিবর্তনের হাওয়া, বিজেপিকে হারিয়ে ফিরবে কংগ্রেস সরকার।

author-image
Tamalika Chakraborty
New Update
assam congress leader

নিজস্ব সংবাদদাতা: আসামের রাজনীতিতে ফের চড়া আওয়াজ তুলল কংগ্রেস। ২০২৬ বিধানসভা ভোটের দোরগোড়ায় দাঁড়িয়ে এবার সরাসরি বিজেপিকে আক্রমণ করলেন অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক বিকাশ উপাধ্যায়। তাঁর দাবি—“ডাবল ইঞ্জিন সরকার বহু প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু মানুষ এখন বুঝে গিয়েছেন সেই প্রতিশ্রুতির বাস্তব কতটা। লোকসভা ভোটে গৌরব গগৈকে হারাতে পারেনি বিজেপি। কংগ্রেসের আদর্শকে ঠেকানোর ক্ষমতা নেই ওদের।”

congress mp gourav .jpg

গৌরৃ গগৈ এখন আসাম প্রদেশ কংগ্রেস সভাপতি। বিকাশের দাবি, তাঁর নেতৃত্বে রাজ্যজুড়ে নতুন হাওয়া বইছে। ‘অপারেশন সিঁদুর’-এর সময় সংসদে তাঁর দৃঢ় অবস্থান তরুণদের ভরসা জুগিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। উপাধ্যায় বলেন, “আসামের মানুষ বদল চান। গোটা রাজ্যে নতুন পরিবেশ তৈরি হয়েছে। ২০২৬-এ আসামে কংগ্রেস সরকারই গড়বে—এটা স্পষ্ট।”

তৃণমূল থেকে বিজেপি—বিভিন্ন শক্তির রঙিন মিশ্র রাজনীতি থাকা সত্ত্বেও কংগ্রেসের আত্মবিশ্বাস এখন চোখে পড়ার মতো। দলের বক্তব্য, মানুষের মনোভাব বদলাচ্ছে, এবং সেই ঢেউ এবার ‘নীল হাত’-এর দিকেই।