সাপ, ব্যাঙ এবং বানরের সঙ্গে তুলনা: বিরোধীদের নিশানায় বিস্ফোরক মুখ্যমন্ত্রী

গতকাল পাটনায় হয়েছে বিরোধী জোটের বৈঠক। এবার বিরোধীদের জোটকে সাপ, ব্যাঙ এবং বানরের সঙ্গে তুলনা করলেন শিবরাজ সিং চৌহান।

author-image
Aniket
New Update
Breaking News

নিজস্ব সংবাদদাতা: লোকসভা নির্বাচনের পূর্বে বিজেপি সরকারের পতন ঘটানোর লক্ষ্যে গতকাল বিহারের পাটনায় বিরোধী দলগুলি একসঙ্গে বৈঠক করেছে। এবার বিরোধী দলের নেতাদের সাপ, ব্যাঙ এবং বানরের সঙ্গে তুলনা করলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।

Bulldozer won't stop until all miscreants are buried: Shivraj Singh Chouhan  | Bhopal News, The Indian Express

তিনি বলেছেন, "যখন প্রবল বন্যা হয় সাপ, ব্যাঙ এবং বানর সবাই তাদের জীবন বাঁচাতে একটি গাছে গিয়ে বসে। প্রধানমন্ত্রী মোদীর জনপ্রিয়তার এমন বন্যা যে সবাই গাছে বসার চেষ্টা করছে। কিন্তু কিছুই হবে না"। উল্লেখ্য, বিরোধী জোটকে প্রথম থেকেই গুরুত্ব দিচ্ছে না বিজেপির নেতা ও মন্ত্রীরা। ২০২৪ সালে ৩০০ আসনেরও বেশি আসনে জয়লাভ করে কেন্দ্রে সরকার গঠন করার ক্ষেত্রে আশাবাদী বিজেপির নেতা ও মন্ত্রীরা।