শেষ মুহূর্তে রাম জন্মভূমি মন্দির চত্বরে পরিবর্তন! কী বললেন অযোধ্যার কমিশনার

৩০ তারিখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাম জন্মভূমি মন্দিরের করিডোর সহ একাধিক প্রকল্প উদ্বোধন করবেন। কাজ একেবারে শেষের দিকে। পরিদর্শনে এসে জানালেন অযোধ্যার কমিশনার গৌরব দয়াল।

author-image
Tamalika Chakraborty
New Update
Commissioner of Ayodhya .jpg

নিজস্ব সংবাদদাতা: অযোধ্যার কমিশনার গৌরব দয়াল বলেছেন, "রাম জন্মভূমি মন্দির চত্বর পরিদর্শন করা হয়েছে। ক্যানোপির কাজ প্রায় শেষ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৩০তারিখে এই করিডোর সহ একাধিক প্রকল্পের উদ্বোধন করবেন।  আমরা কাজের শেষের অংশে রয়েছি। রাম মন্দির চত্বর পরিদর্শনে নির্মাণ কমিটির চেয়ারম্যান নৃপেন্দ্র মিশ্রও এখানে ছিলেন। কিছু পরিবর্তনের পরামর্শ দিয়েছেন।"