/anm-bengali/media/media_files/2025/07/01/old-delhi-station-2025-07-01-09-43-32.jpg)
নিজস্ব সংবাদদাতা: পুরনো দিল্লি রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তনের প্রস্তাব নিয়ে নতুন করে আলোচনার ঝড় উঠেছে রাজধানীতে। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা এক চিঠিতে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে অনুরোধ করেছেন এই ঐতিহাসিক স্টেশনের নাম বদলে “মহারাজা অগ্রসেন রেলওয়ে স্টেশন” রাখার জন্য।
চিঠিটি ১৯ জুন লেখা হয়েছে, যেখানে মুখ্যমন্ত্রী উল্লেখ করেন, মহারাজা অগ্রসেন ছিলেন শান্তির বার্তাবাহক, সামাজিক ন্যায় ও অর্থনৈতিক দূরদর্শিতার প্রতীক। দিল্লির ইতিহাস ও উন্নয়নে তাঁর অবদানকে স্মরণীয় করে রাখতে এই নামকরণ এক “উপযুক্ত শ্রদ্ধার্ঘ্য” হবে বলে মত প্রকাশ করেন তিনি।
চিঠিতে মুখ্যমন্ত্রী লিখেছেন, “মহারাজা অগ্রসেনের নাম দিল্লিবাসীর হৃদয়ে গাঁথা। এই স্টেশনটির নাম তাঁর নামে রাখলে তা কেবল ইতিহাসকে সম্মান জানানো হবে না, বরং লক্ষ লক্ষ মানুষের আবেগের সাথেও একাত্ম হবে।”
তিনি আরও জানান, মহারাজা অগ্রসেনের উত্তরসূরি ও অনুগামীরা আজও দিল্লির অর্থনীতি, সমাজ ও সংস্কৃতির ভিত গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন। তাঁর দূরদর্শী নীতিমালা ও সমাজকল্যাণমূলক আদর্শ আজও প্রাসঙ্গিক।
এদিকে, এই প্রস্তাব ঘিরে রাজনৈতিক ও সামাজিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে। অনেকে একে 'সম্মানসূচক সিদ্ধান্ত' হিসেবে দেখছেন, আবার কেউ কেউ এই নাম পরিবর্তনের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন।
রেলমন্ত্রকের পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি। তবে, দিল্লির মতো শহরের একটি অন্যতম ব্যস্ততম রেল স্টেশনের নাম পরিবর্তন হলে তার রাজনৈতিক, সাংস্কৃতিক ও প্রশাসনিক প্রভাব বিশাল হতে পারে বলেই মনে করছেন বিশ্লেষকরা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us