বিহার নির্বাচন নিয়ে নিশ্চিত বার্তা দিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

উন্নয়ন কেবলমাত্র এনডিএ-র শাসন আমলেই সম্ভব।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা: বিহার নির্বাচন সম্পর্কে প্রতিক্রিয়া দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। এদিন তিনি বলেন, “বিহারের মানুষ, মহিলারা, সবাই সতর্ক; তারা জানে যে বিহারের উন্নয়ন কেবলমাত্র এনডিএ-র শাসন আমলেই সম্ভব। এই 'পাঞ্জেওয়ালে' এবং 'ল্যান্টার্নওয়ালে'রা সর্বদা বিহারকে লুট করেছে এবং সর্বদা জনগণকে সমস্যায় ফেলেছে, তাই বিহারের মানুষ তাদের কথায় বিশ্বাস করবে না”।

rekha guptaa