হুড়মুড়িয়ে ভেঙে পড়ল টানেল, ঘটনাস্থলে মুখ্যমন্ত্রী, উদ্বিগ্ন মোদী

ব্রহ্মমাকাল-যমনোত্রী জাতীয় সড়কের উপরে সিলকাইরা ও ডান্ডাগাঁওয়ের মধ্যে একটি জায়গায় টানেলটি রবিবার ভোরে টানেলের একাংশ ভেঙে পড়ে।

author-image
SWETA MITRA
New Update
tunnel cm.jpg

নিজস্ব সংবাদদাতাঃ নির্মীয়মাণ টানেলের কিছুটা অংশ ধসে পড়েছে উত্তরকাশীতে। এদিকে উত্তরাখণ্ডেরমুখ্যমন্ত্রীপুষ্করসিংধামিকেউত্তরকাশী-যমনোত্রীসড়কে (Uttarkashi-Yamnotri road)অবস্থিতসিল্কিয়ারাটানেলেরভিতরেআটকেপড়া৪০জনকেউদ্ধারেরঅভিযানসম্পর্কেঅবহিতকরাহয়েছে।ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন মুখ্যমন্ত্রী। উত্তরাখণ্ডেরমুখ্যমন্ত্রীপিএসধামিউত্তরকাশী-যমনোত্রীসড়কেরসিল্কিয়ারাটানেলেরউদ্ধারঅভিযানসম্পর্কেবলেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীসম্ভাব্যসবধরনেরসহায়তারআশ্বাসদিয়েছেন।এনডিআরএফ, এসডিআরএফ, অন্যান্যসংস্থাএবংবিশেষজ্ঞরাআটকেপড়া৪০জনকেউদ্ধারেরজন্যকাজকরছেন।আমরাআটকেপড়াদেরপরিবারকেআশ্বস্তকরতেচাইযেরাজ্যসরকারএবংপ্রশাসনতাদেরউদ্ধারেরজন্যযথাসাধ্যচেষ্টাকরছে।“