‘মণিপুর নিয়ে অনেক দেরী হয়ে গেছে,’ জানিয়ে দিলেন মমতা

গত ৩ মে থেকে শুরু হওয়া মণিপুরে মেইতেই ও কুকি সম্প্রদায়ের মধ্যে সহিংসতায় ১০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। মেইতেই সম্প্রদায়কে রাজ্যে তফসিলি উপজাতির মর্যাদা দেওয়ার দাবিতে চলছিল আন্দোলন।

author-image
SWETA MITRA
New Update
mamata mani.jpg

নিজস্ব সংবাদদাতাঃ আজ বিহারের উদ্দেশ্যে উড়ে যাওয়ার আগে মণিপুর (Manipur) নিয়ে বড় মন্তব্য করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বৃহস্পতিবার তিনি বলেন, “এখন অনেক দেরি হয়ে গেছে, আমি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে একটি চিঠি লিখেছিলাম। যেখানে আমি মণিপুর যাবো বলে আর্জি জানিয়েছিলাম। কিন্তু কোনও উত্তর পাইনি।  আমি গতকালই একটি চিঠি পেয়েছি, যেখানে মণিপুরের পরিস্থিতি নিয়ে সর্বদলীয় বৈঠক ডেকেছেন অমিত শাহ বলে উল্লেখ রয়েছে। আমি ডেরেক ও'ব্রায়েনকে ওই বৈঠকে পাঠাবো।"