কেজরিওয়ালের জামিন, ‘সঠিক বিচার’ বললেন মুখ্যমন্ত্রী

এবার কেজরিওয়ালের মুক্তিতে সেই মানুষই উচ্ছ্বাসা প্রকাশ করলেন।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
mamata-banerjee-arvind-kejriwal-650-pti_650x400_51443626845.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: ইন্ডিয়া জোটে তিনি না থেকেও রয়েছেন। এরাজ্যে জোট না বাঁধলেও জোট সঙ্গীদের জন্যে লড়াই করছিলেন তিনি নিজেও। বিজেপিকে আক্রমণ করার সময় তাঁর কথায় বারবার উঠে এসেছে অরবিন্দ কেজরিওয়াল এবং হেমন্ত সোরেনের নাম। আর এবার কেজরিওয়ালের মুক্তিতে সেই মানুষই উচ্ছ্বাসা প্রকাশ করলেন।

দিল্লির মুখ্যমন্ত্রীর অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর হতেই নিজের এক্স হ্যান্ডেলে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি নিজের ট্যুইটার হ্যান্ডেলে লিখেছেন, “অরবিন্দ কেজরিওয়াল অন্তর্বর্তী জামিন পাওয়ায় আমি খুব খুশি। লোকসভা নির্বাচনের এই মুহুর্তে তাঁর জামিন পাওয়াটা দরকার ছিল”।

kejriwal in india 1.jpg

kejriaap

Add 1